শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন

কবিতা: নিয়োগ ও নিরসন

Coder Boss
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩৭ Time View

কলমে: মোহাম্মদ সহিদুল আলম

নদীমাতৃক দেশ বাংলাদেশ। বিধাতার অসাধারণ সৃষ্টি, নদীতে সুস্বাদু মিষ্টি ইলিশ মাছ, গাছ- গাছালি ফল- মূলে পরিপূর্ণ, জঙ্গলে মধু। মাঠ ভরা ফসল। সব মৌসুমেই আনন্দ ও খুশির উৎসব।

জ্বালানি গ্যাস, কয়লা, বিদ্যুৎ উৎপাদন সবই রয়েছে। জ্ঞান বুদ্ধিতে অতুলনীয়! দেশের নিরাপত্তা, সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত
না থাকার কারণে, সমাজের বহু শিক্ষিত মেধাবী সন্তান, নিজের মাতৃভূমি ছেড়ে বিদেশে!

সোনার বাংলাদেশে সোনার ফসল ফলে, সোনার মতো সুন্দর মানুষের ফলন বিরল! মূল কারণ লোভ-লালসা, দারিদ্র্যতা, সততার অভাব! হয়তো সাময়িক পরিবর্তন আসবে! পূর্ণ সংস্কার প্রয়োজন।

বিচার ব্যবস্থা, শিক্ষা, প্রশাসন সবখানেই সুন্দর সত্যিকারের সৎ কর্মচারী কর্মকর্তা নিয়োগ, সব ধরনের জালিয়াতি নিরসন।‌ তবে বিধাতা ও প্রকৃতি পাশে থাকবেন, গড়ে উঠবে নতুন সোনার বাংলাদেশ।

রচনাকাল :
২০শে সেপ্টেম্বর ২০২৫ইং
কোলম্ব, ফ্রান্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102