
কলকাতা সংবাদদাতা:-
গত ১৮ অক্টোবর কলকাতার বিপ্লবী নলিনী গুহ সভাঘরে অনুষ্ঠিত হল যুগকবি নীলাঞ্জন কুমার কাব্য মিশনের বিজয়া সম্মেলন, সংকলন ও পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান। অনুষ্ঠান উদ্বোধন করেন
যুগকবি নীলাঞ্জন কুমার কাব্য মিশনের পুরোধা যুগকবি নীলাঞ্জন কুমার। তিনি উদ্বোধন করতে গিয়ে বলেন, অনেকে বলছেন মৃতপ্রায় শিল্প। তিনি জানান, কবিতা থাকবে যতদিন পৃথিবী থাকবে। সম্মেলনের সভাপতিত্ব করেন কাব্য মিশনের সভাপতি কবি শিব শংকর ঘোষ।
সম্বর্ধিত হন কবি নৃপেন চক্রবর্তী, কবি ও নাট্য নির্দেশক সৌমিত বসু, কবি বিশ্বজিৎ রায়, রামগোপাল চোমাল।
দ্বিতীয় পর্বে যুগকবি নীলাঞ্জন কুমার, মহ: মহসিন হাবিব সম্পাদিত অভিযাত্রী ই ম্যাগাজিনের প্রথম মুদ্রিত সংখ্যা, ড. প্রসেনজিৎ কর্মকার সম্পাদনায় ‘ আগমনী ‘ কাব্য সংকলন, জগন্ময় মজুমদার ও শ্যামল কান্তি মজুমদার সম্পাদনায় ‘ কবয়:’ পত্রিকার বর্তমান সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করেন। তৃতীয় পর্বে কবিতা ও অণুগল্প পাঠে অংশ নেন জগন্ময় মজুমদার, নীলিমা সরকার, নন্দিতা সেন বন্দ্যোপাধ্যায়, সুজাতা দে, ড.প্রসেনজিৎ কর্মকার, কৃষ্ণা ব্যানার্জি, তাপস মাইতি, মুহম্মদ শহীদুল্লাহ, অদিতি ধর, অঞ্জনা ভট্টাচার্য্য, সুব্রত সোম, অরুণ কুমার মান্না, সুদীপা সাহা, সঞ্জয় ব্যানার্জি, নিবিড় সাহা, সোমনাথ সরকার, কমল কৃষ্ণ হালদার, অনির্বাণ কর প্রমুখ। সঙ্গীতে অংশ নেন রোজিনা বেগম, গৌতম মাইতি ও যুগকবি নীলাঞ্জন কুমার। সঞ্চালনায় ছিলেন কবি মহ: মহসিন হাবিব ও কবি বন্দিশ ঘোষ।