শিহাব খন্দকার, বিশেষ প্রতিনিধি খুলনা:
আজ দুপুর ২টায় খুলনা জেলার রুপসা উপজেলার কুদির বটতলা নামক স্থানে দক্ষিণবঙ্গের বিশিষ্ট ইসলামি বক্তা সোলাইমান হুসাইন নোমনী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
প্রত্যক্ষদর্শিদের বরাতে জানা যায় রুপসা থেকে কাটাখালি উদ্দেশ্যে যাচ্ছিলেন মাওলানা নোমানী।
আনুমানিক দুপুর ২টার দিকে কুদির বটতলা নামক জায়গায় পৌছালে বিপরীত দিক থেকে আসা বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সুরতহাল রিপোর্টের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।