
কামরুল ইসলাম:-
চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার সাহসী চৌকস ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ ওসি আব্দুল হালিম বিশেষ অভিযানে
০১টি চোরাইকৃত সোলার (VOLVO) ব্যাটারী উদ্ধার সহ ০৪জন আসামী কে আটক করেছে।
সোমবার বেলা ১২.৩০ মিনিটের দিকে এসআই(নিঃ) মোঃ ফারুক উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে জোরারগঞ্জ থানার মামলা নং-১৭, তারিখ-২০/১০/২০২৫খ্রি. ধারা-৪৫৭/৩৮০/৩৪ পেনাল কোড ১৮৬০ এর ঘটনা জড়িত তদন্তে সন্দিগ্ধ আসামী ১। মোঃ রাব্বি (২০), ২। মোঃ জাহিদুল ইসলাম (২০), ৩। ইমতিয়াজ (১৯) ৪। আশিকুর রহমান প্রঃ রাপি (২০)দেরকে আটক করে। আটককৃত আসামীদের হেফাজত হতে বর্নিত মামলার চোরাই যাওয়া একটি সোলার (VOLVO) ব্যাটারী উদ্ধার পূর্বক জব্দ করেন।
আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তাদের নাম ১। মোঃ রাব্বি (২০), পিতা-মোঃ জামাল, মাতা-নুরজাহান, ২। মোঃ জাহিদুল ইসলাম (২০), পিতা-নুর মোহাম্মদ, মাতা-ছকিনা, উভয় গ্রাম-পূর্ব সোনাই, ১নং ওয়ার্ড, দাতমারা, বালুটিলা মোস্তফা সওদাগর বাড়ী, থানা-ভুজপুর, জেলা-চট্টগ্রা, ৩। ইমতিয়াজ (১৯), পিতা-মোঃ ইউসুফ, মাতা-বিবি খালেদা, গ্রাম-ছত্তরুয়া, ৪নং ওয়ার্ড, ১নং করেরহাট ইউপি, ৪। আশিকুর রহমান প্রঃ রাপি (২০), পিতা-আমির হোসেন, মাতা-বিবি আছমা, গ্রাম-কয়লা ইসলামাবাদ, ১নং করেরহাট ইউপি, উভয় থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম বলে জানান।