
মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী
শিক্ষা খাতের সংস্কার, এমপিওভুক্তি ও শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফোরামের নীলফামারী জেলা শাখা পাঁচ দফা দাবিসহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছে।
রোববার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের শহিদ মিনার প্রাঙ্গণ থেকে শিক্ষক-কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসক মোহাম্মদ নাঈরুজ্জামানের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতারা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি প্রভাষক মো. ছাদের হোসেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, জেলা সেক্রেটারি প্রভাষক মো. উমর ফারুকসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা কর্ম বিরক্তি নিয়োজিত রয়েছে
১️ বাড়ি ভাতা ৪৫ শতাংশে উন্নীত করা,
২️ চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা নির্ধারণ,
৩️ শতভাগ উৎসব ভাতা প্রদান,
৪️ প্রস্তাবিত ১,০৮৯টি এবতেদায়ী মাদরাসাকে দ্রুত এমপিওভুক্ত করা,
৫️ নন-এমপিও শিক্ষক-কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিও তালিকায় অন্তর্ভুক্ত করা।
এছাড়া অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া ভাতা পরিশোধ এবং পূর্ববর্তী সময়ে এমপিওভুক্ত হয়েও প্রাপ্য অর্থ না পাওয়া শিক্ষক-কর্মচারীদের পাওনা দ্রুত নিষ্পত্তির আহ্বান জানানো হয়েছ
জেলা সভাপতি প্রভাষক মো. ছাদের হোসেন বলেন,
দীর্ঘদিন ধরে শিক্ষকরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। শিক্ষা কাঠামোর উন্নয়ন ও শিক্ষকদের মর্যাদা রক্ষায় এই দাবিগুলো বাস্তবায়ন জরুরি।
তিনি আরও বলেন, সরকার দাবিগুলো দ্রুত পূরণ না করলে শিক্ষক সমাজ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।