
ভারত সংবাদদাতা:-
গত ১৯শে অক্টোবর রবিবার ২০২৫ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের বালকী-গোবিন্দপুর মুখার্জিমোড়ে অবস্থিত আলোর সন্ধানে পত্রিকার অফিস গৃহে মাননীয় সাহিত্যিক সাইদুর রহমান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন তুহিনা হক। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন কবি অজয় চক্রবর্তী মহাশয়। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন মোহর আলি মণ্ডল, উপন্যাসিক সিরাজুল ইসলাম ঢালী, অপূর্ব মণ্ডল, জয়দেব বিশ্বাস এবং জামাত সরদার মহাশয়। অতিথি বৃন্দ শিশু সাহিত্য ও শিশুশ্রম নিরসন বিষয়ক মনোজ্ঞ আলোচনা করেন।
প্রকাশিত হয় আলোর সন্ধানে মাসিক পত্রিকার ৪১তম সংখ্যা উপস্থিত অতিথিবৃন্দের হাত দিয়ে।
কবিতা, গল্প পাঠ ও আলোচনায় অংশগ্রহণ করেন পত্রিকা সম্পাদক আনারুল হক, সহসম্পাদক সরবত আলি মণ্ডল, সাইদুর রহমান,খালেক পাড়, রাজেশ সরকার, শিউলি বিশ্বাস, নূরুল হক মণ্ডল, সিকান্দার আলি, সাগর মণ্ডল জাকির হোসেন মণ্ডল, মাকফুর রহমান সহ আরও অনেকে।