কলমেঃ কাকলি রানী ঘোষ
কোজাগরি লক্ষী এলেন পূর্ণিমা তে,
ঘরে ঘরে খুশির জোয়ার বইলো প্রাণে,
পান সুপারির ছোঁয়ায় বরণ করি,
আসন সাজায়ে আলপনা আঁকি,
বসবেন মাতা আসন পরি,
ঘট উপরে দি আম্র পল্লব,
পঞ্চ প্রদীপ, ধুপ দ্বীপ সুগন্ধি আরতি করি।
শঙ্খ, উলুধ্বনিতে দূর হলো দূর্গতি।
চরণ চিহ্ন পড়ে দুয়ারে,
কোজাগরী লক্ষ্মীপূজায় সারারাত।
করবে আরাধনা মায়ের কাছে।
সমৃদ্ধি আনবের মাতা ঘরে ঘরে।
থাকবে না কোন দুঃখ দৈন্য।
থাকবে না কেউ অন্ন বিহীন।
দিবেন অন্ন মাতা গোলাভরি,
মাগো আমার অন্নপূর্ণা লক্ষ্মী দেবী,
এসো, আমাদের ঘরে থেকো আলো করি।