কলমেঃ ড. প্রসেনজিৎ কর্মকার
এই যে সন্ধ্যার অকারণ কুয়াশা,
আকাশটা হঠাৎ ভিজে গেল অভিমানে।
এক কাপ ঠান্ডা কফির মতো,
তুমিও কি নিঃশব্দে ফুরিয়ে গেলে?
মন খারাপের কোনো কারণ নেই,
তবুও বুকের ভিতর জমে উঠেছে ক্লান্তি।
যেন হারিয়ে যাওয়া কোনো “তুমি”
আজও খুঁজে ফেরে পুরোনো ছাদের শান্তি।
এই শহরের আলো-ছায়া জানে না,
কারো চোখে জমে থাকা ভেজা গল্প।
তুমি বিহীন এই নির্বাসনে আমি,
একটা ভিজে চিঠি—পাঠানো হয়নি কখনো।