
কলমে: সেলিম ইসলাম সাদিক
বেদনাকে আমি করি না ডর,
হিম্মত রাখি বুকে।
বেদনার পরেই তৃপ্তি মিলে,
তাইতো বলে লোকে।
শলাকাকে আমি করিনা শঙ্কা,
পুষ্প তুলিবো বলে।
বেদনা বিনে সুখের পঙ্খী,
কে ধরিতে পারে?
সিন্ধুতে যেমন লাগে ভাটা,
যেমনে যায় নদী শুখিয়ে।
এমনি করে মানবজীবনে,
বেদনা নেমে আসে।
আবার যখন আসে জোয়ার,
নদী যায় ভরে।
এমনি করে মানুষ জীবনে,
সুখ নেমে আসে।
কোনটি যে স্থায়ী নয়।
ঋতুর মতো ঘোরে,
এমনি করে সুখ-দুঃখ,
মানবজীবনে আসে।
সুখ যতটুকু পেয়েছি আমি,
তা সর্বই দুঃখের পরে।
সুখে সুখে ভাসবে তুমি-
সেটা কি কখনো হবে?
না_ না _না _তা কখনোই হবে না।
সুখ যদি পাইতে চাও,
বেদনাকে পাড়ি দাও।