শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন

কবিতা: বন্দি জীবন

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৫৫ Time View

‎কলমে: মোহাম্মদ সহিদুল আলম

‎‎একটুখানি বুঝতে শিখলে আমরা ‎মনে করতে শুরু করি, বন্দি জীবন! ‎বাবা-মা সন্তানদের মঙ্গলের জন্য সারাক্ষণ চোখের নজরে রাখেন।

‎বন্দি জীবন নানান ধরনের! বিনা দোষে বন্দি কারাগারে। কেহবা আবার সাজা পেয়ে বন্দি। দেশে বিদেশে কেহবা আবার গৃহ বন্দি ও হয়। কেহবা সংশোধনাগারে!

‎বন্দি নানান বেড়াজালে, নিত্য নতুন কৌশল আর প্রতারণার ফাঁদে! যদি আগে থেকে সব জানা যেত, তবে মানুষ কখনোই ভুলের কারাগারে বন্দি হতো না।

‎সমাজ সংসারে অশান্তি সৃষ্টির অববাহিকার মূল দ্বার বন্দি জীবন! সমাজ, সংস্কৃতি, বিনোদন, পরিবার, কোথায় না কোথায় মানুষ সবাই বন্দি।

‎সোনার বাংলাদেশে প্রতিবছর কোথায় না কোথায় মানুষ পানি বন্দি হয় ! কষ্ট বিহীন মানুষ নেই দুনিয়ায়। ‎তবুও তারই মাঝে এই বন্দি জীবন, তথাপি নদী চলছে তার নিজ গতিতে নিরবধি।

‎রচনাকাল:
‎৭ই আগষ্ট ২০২৫ইং
‎কোলম্ব, ফ্রান্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102