আল আমিন হাসান (রাব্বি) জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে:
সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার হলদিপুর গ্রামের তরুণদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন ‘আবাবিল যুব সংঘ হলদিপুর’-এর প্রথম কার্যনির্বাহী কমিটি (২০২৫–২০২৭) আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে কায়েদ আহমদ চৌধুরী (পাবেল) এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট রকিব আহমদ চৌধুরী মনোনীত হয়েছেন।
প্রায় ১৪০ সদস্য নিয়ে নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে সংগঠনটি। সমাজ উন্নয়ন, শিক্ষা, মানবতা ও ঐক্যের পথে এগিয়ে চলাই আবাবিল যুব সংঘের মূল অঙ্গীকার বলে জানান সংশ্লিষ্টরা।
সভাপতি কায়েদ আহমদ চৌধুরী (পাবেল) বলেন—
“আবাবিলের লক্ষ্য হলো তরুণদের একত্রিত করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। আমরা ঐক্য ও সহযোগিতার মাধ্যমে উন্নয়নের পথে এগিয়ে যেতে চাই।”
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকিব আহমদ চৌধুরী বলেন—
“এই কমিটির মাধ্যমে আমরা গ্রাম উন্নয়ন, শিক্ষা ও মানবসেবায় আরও কার্যকর ভূমিকা রাখবো। আবাবিল হবে তরুণদের অনুপ্রেরণার কেন্দ্র।”
নবগঠিত এই কমিটির সদস্যরা আশা প্রকাশ করেছেন, আবাবিল যুব সংঘ আগামী দিনে সমাজে ঐক্য, মানবতা ও ইতিবাচক পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করবে।