
কামরুল ইসলাম:-
৪০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন আসামী আটক করেছে ।এ সময় সঙ্গে ছিলেন বাঁশখালী থানায় কর্মরত এসআই(নিরস্ত্র)/মোঃ জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানাধীন ১১নং পুঁইছড়ি ইউপির ১নং ওয়ার্ডের পুটখালী ব্রীজের দক্ষিণ পশ্চিম পাশে জান্নাত এগ্রোফার্মের সামনে পেকুয়া-বাঁশখালী আঞ্চলিক সড়কের উপর যাত্রীবাহী সিএনজিতে তল্লাশী চালিয়ে ২০/১০/২০২৫খ্রি. ১৭:৩০ ঘটিকার সময় আসামী ১। নয়ন চাকমা(৪০), পিতা-নানিঅং চাকমা, মাতা-মাসাওয়া চাকমা, ২। সুকলা চাকমা(৩০), পিতা-মৃত উপচা চাকমা, মাতা-মাবাউ চাকমা, ৩। অমল চাকমা(২৫), পিতা-ক্যাথোয়াইচিং চাকমা, মাতা-নিওচিং চাকমা, সর্ব সাং-হরিখোলা, ০৪নং ওয়ার্ড, ০১নং হোইক্যং ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারদেরকে ৪০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
এই সংক্রান্তে উক্ত আসামীদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।