নিজের পরিচয়
চন্দ্র স্থিত হলে
সাধনা তোমার সমাপ্ত হবে,
প্রভুত্বের মর্যাদায় উন্নীত হলে
সাধনার করবে কার জন্যে?
ইহা অতি উচ্চ পর্যায়ের স্থিতি
অস্তিত্বে স্থিত হয় অসীমতার পরিচিতি,
সেই পর্যায়ের সাধক হলে পরে
স্থিত হয় প্রভুত্বের আসনে,
যদিও মনুষ্য রূপে তার পরিচিতি
মনুষ্যেই মূলতঃ মহাজাগতিক স্থিতি
প্রারম্ভে চন্দ্রই তার মূল সত্তা
যার জন্যে জন্মগত ভাবেই মনুষ্য করে মুক্তচিন্তা,
হৃদয়ে চন্দ্র স্থিত হলে
পূর্বের পরিচয় মিলে,
নতুন কিছু নয় কো তাহা
মনুষ্য শ্রেষ্ঠ সকল ধর্মে বলা,
নিজের পরিচয় জানলে
মানব জীবন পূর্ণ হবে.......
স্বর্গীয় পুষ্প
স্বর্গীয় পুষ্প অনুভব করি
নিষ্পাপ এই শিশুটি,
হত্যার করছো নির্বিচারে
খেসারত দিতে হবে চরমভাবে,
নিবে যখন সে অবতার
ক্ষমা পাওয়ার পথ খুঁজে পাবে না আর,
প্রতিটি আঘাত লাগে তাঁর গায়
প্রকাশ করিবে একদিন তাই,
শিশু যেন স্বর্গীয় পুষ্প
হত্যা করে পূরণ করছো নিজ স্বার্থ?
অবতার নিবে সে
জেনে রেখো তাই.......