কলমেঃ রতন চন্দ্র সরকার
পেটের দায়ে ভিক্ষুকেরা করে খায় ভিক্ষা
এখান থেকেও আছে মোদের অনেক কিছু শিক্ষা
বয়স কালে করেনি কাজ, খেয়েছে হেলে-দুলে
তাই-তো আজ যেতে হয় অন্যের দ্বারে দ্বারে
সারাদিন ভিক্ষা করে পায় দুই মুষ্টি চাল
এটুকুতেই খেয়ে পরে চলায় দিনকাল
বয়স কালে করলে কাজ হতো না এমন হাল
রাজার মতো খেয়ে পরে থাকতো চিরকাল
কথায় আছে বয়স কালে করে যে পরিশ্রম
কখনো তার হয় না দুঃখ না হওয়া পর্যন্ত মরন
মানুষ শুধু কপাল চাপরিয়ে দোষ দিয়ে দেয় ভাগ্যের
কখনো তাদের দেয় না দোষ,ভুল ছিলো যে নিজের
অলস মানুষের শেষ বয়সটা কাটবে এমন দুঃখে
তাই সময় থাকতে করি কাজ সুখ নিয়ে আসি ভাগ্যে