
কলমেঃ মোহাম্মদ সহিদুল আলম
মানুষ মাত্রই সখ রয়েছে, হয়তো নেই সকলের সখ পূরণের সুযোগ, সময়, অর্থ,বয়স,পরিস্থিতি আর পারিপার্শ্বিকতা।
কবি- লেখকের স্বপ্ন, লেখা প্রকাশিত হোক, একদিন নিজের সব লেখা দিয়ে গ্রন্থ প্রকাশিত। যা সকলের জন্য দূর্লভ! ভবিষ্যতে একক গ্রন্থ প্রকাশের স্বপ্ন হয়তো অগণিত।
অন্যের সম্পাদনায় প্রকাশিত লেখা তেমন মূল্যায়ন বা ভালোলাগার কিছু থাকে না! কল্পনায় ছবি আঁকা! সন্তান দত্তক দেওয়ার মতোই দুঃখিনী মায়ের অবস্থা!
সন্তান দত্তক দিয়ে দিলে আর নিজের থাকে না। অপ্রিয় হলেও সত্য কথা। দুনিয়ায় মানুষ বড়ই অদ্ভুত! কঠিন ও বলা যায়, সুবিধাবাদী মানুষের সংখ্যা আমাদের বাংলাদেশীদের মধ্যে বেশি! কেন জানিনা ?
একটি কবিতা তিনশো’ আর দুইটি কবিতাটা ছয়শো, লেখা প্রকাশে আগ্রহী করুন ইনবক্সে বিস্তারিত। প্রয়োজনে এক আচরণ, প্রয়োজন ফুরিয়ে গেলে অপরিচিত। কাজের বিনিময়ে খাদ্য।
রচনাকাল :
২রা আগষ্ট ২০২৫ইং
কোলম্ব, ফ্রান্স।