
কলমেঃ মোঃ জাবেদুল ইসলাম
দেশটা কারো একার নয়,
দেশটা হলো সবার।
দেশটা মোরা সবাই মিলে,
ঢেলে সাজাই আবার।
দেশটা মোদের জন্ম ভূমি,
সুখে করি বাস।
অকারণে দেশের ক্ষতি,
না করি সর্বনাশ।
এ দেশের ধুলি কণা মোর,
অঙ্গে আছে মাখা।
স্বপ্ন সুখ শান্তি ছোঁয়া,
হৃদয় মাঝে রাখা।
সবুজ শ্যাশল দেশটা দারুণ,
ভীষণ ভালো বাসি।
এ দেশেতে জন্ম নিয়ে,
মোরা সুখের হাসি।
পাখি ডাকা ছায়া ঢাকা,
পাহাড় ঘেরা দেশ।
মাঠে মাঠে ফসলের ক্ষেত,
মন ভরে যায় বেশ।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান,
সবার প্রিয় দেশ।
জোছনা রাতে চাঁদের আলো
লাগে যেন অশেষ।
এমন সুন্দর দেশটা মোদের,
করবো নাতো শেষ।
সুখ শান্তি ভালোবাসায় গরবো,
সোনার বাংলাদেশ।