মিজানুর রহমান, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের মেরিনা দেবনাথের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
"" মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি" কমবে জীবন ও সম্পদের ক্ষতি""
এই প্রতিপাদকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ, আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির প্রথম যুগ্ন আহবায়ক আশিকুর রহমান আশিক, সিএনজি স্টেশন ম্যানাজার সাজু আহমেদ প্রমুখ।
বক্তাগন বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তাই মোটরসাইকেল যাত্রীরা হেলমেট ব্যবহার করে নিজের নারাপত্তা করা আবশ্যক। ড্রাইভারদের লাইসেন্স বাধ্যতামুলক, ফিটনেস বিহীন গাড়ি না করা, ১৮ বছরের নিচে কেউ ড্রাইভিং না করা সহ ট্রাফিক আইন মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ফায়ার সার্বিস বাহিনী, ড্রাইভার ও মালিক প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার লোক জন উপস্থিত ছিলেন।