কামরুল ইসলাম:-
ষষ্ঠবারের মতো সম্মাননা গ্রহণ করছেন লোহাগাড়া থানার ট্রাফিক ইনচার্জ টি আই মোঃ হাসানুজ্জামান। চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয় থেকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন। এই বিষয়ে বিস্তারিত জানতে গিয়ে জানাযায় চট্টগ্রামের লোহাগাড়া থানার সদর ষ্টেশন কে পরিস্কার পরিচ্ছন্ন ও দূর্ঘটনা মুক্ত করতে রাত দিন একজন সুদক্ষ চৌকষ সাহসী সার্জেন্ট ও তিন কনেষ্টেবল নিয়ে চট্টগ্রাম জেলার সুদক্ষ চৌকষ ক্যাডেট পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর দিকনির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছেন হাসানুজ্জামান। টি আই হাসানুজ্জামান সম্পর্কে স্থানীয় ব্যবসায়ী, গাড়ি চালকরা বলেছেন হাসানুজ্জামান একজন মিষ্টিবাসি তিনি লোহাগাড়া থানার সর্বস্তরের মানুষ কে ট্রাফিক আইন শৃঙ্খলা সম্পর্কে সচেতন করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। হাসানুজ্জামান কে সকল বিষয়ে সহযোগিতা করে যাচ্ছেন লোহাগাড়া থানার সুদক্ষ চৌকষ সাহসী পুলিশ অফিসার ইনচার্জ ওসি আরিফুল ইসলাম আইনগত বিভিন্ন কর্মকাণ্ড পর্যালোচনা করে দেখা যায় ওসি মোঃ আরিফ এবং টি আই হাসানুজ্জামান লোহাগাড়া থানার নয় ইউনিয়নের মানুষের অন্তর জয় করে নিয়েছেন। চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার টি আই হাসানুজ্জামান এইবার সহ ছয়বার ভাল কাজের সিকৃতি হিসেবে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেছেন।