
ড.প্রসেনজিৎ কর্মকার
আজও আসে ভাইফোঁটার সকাল,
চন্দনের গন্ধে ভরে যায় বাতাস,
বোনের হাতে থালা, চোখে আলো,
তবু ফোঁটার মাঝে মিশে যায় হাহাকার।
ভাই দূরে, ফোনে মুখ দেখা যায়,
ভিডিওর পর্দায় হাসি জমে যায়,
মিষ্টির থালায় পড়ে একা আলো,
বোনের মুখে লুকিয়ে অশ্রু ঝরে ভালো।
শৈশবের উঠোন আজ শহরে হারায়,
বন্ধনগুলো স্ক্রিনে ঠাঁই পায়,
তবু রক্তের টান মুছে যায় না কখনো—
দূরত্ব শুধু বাড়ায় ভালোবাসার গহনো।
ভাইফোঁটা মানে আজও সেই বিশ্বাস,
যে আলো পৌঁছে যায় পরবাসের আকাশ।