কলমেঃ বাসুদেব বসু
কেঁদেছে মন
থেকে থেকে বার বার,
মনে পড়ে অতীতের
সেই কথা আরবার।
সেই বকুলতলা
হাতে হাত রেখে,
বলেছিলে মোরে
থাকব সাথী হয়ে।
যাবনা কোনদিন
তোমা ছাড়ি,
থাকব তোমার হয়ে
আজি কেন গেলে চলি?
বুক ভরা ব্যথা
নিয়ে আছি আমি,
চলি একা বকুলতলা
মনে পড়ে তুমি নাই আজি।
শ্রাবণের বৃষ্টিসম
চোখে জল ঝরে,
নির্জন রাতি কেহ না দেখে
চোখের জল মুছি থেকে থেকে।
তোমার নুপুর বাজে
আজও স্বপ্নের মত শুনি,
জেগে দেখি ভ্রম আমার
স্বপ্ন নয় নাই তুমি।