
মহম্মদ মফিজুল ইসলাম
ভাঙড়, দক্ষিণ ২৪ পরগণা
পশ্চিমবঙ্গ, ভারত
রাত্রির গভীরে কখনও কখনও মনে হয়,
শব্দেরা মরে গেছে।
তবু দেয়ালে লাগে কারও নিঃশব্দ হাসির প্রতিধ্বনি।
আমি বুঝি—ওটা আসলে আমারই ভেতরের শূন্যতা,
যে নিজের কণ্ঠে নিজেকেই ডাকে ফিরে যেতে।
অস্তিত্ব মানে যেন এক অনন্ত প্রতিফলন,
যেখানে আলো নেই, তবু সবকিছু দৃশ্যমান।
ভালোবাসা, হারানো, প্রত্যাশা—
সবই এখানে শব্দহীন ঢেউ।
একটি ঘরের মতো আমি,
যার দরজা আছে, কিন্তু বাইরে কেউ নেই।
এই নিঃসঙ্গতার মাঝেই জন্ম নেয় নতুন সুর,
যা শুনতে পাই কেবল আমি—
শূন্যতার প্রতিধ্বনি হয়ে।