শিক্ষক
শিক্ষক তুমি মহান তোমায় শ্রদ্ধা
সমাজকে কর শুদ্ধ সদা
তবু কেন আজও শিক্ষকরা পায়না অধিকার
শিক্ষক জাতির কর্ণাধার
মানতে হবে তাঁদের দাবী
শিক্ষক তুমি সত্য পথের সাথী
শিক্ষক তুমি জাতির শক্তি
করতে হবে সমাজকে তাদের ভক্তি
তুমি আলোকিত জীবনের ছবি
হাতে ধরে শিখাও মধুর ভাষ্যে সবি
শিক্ষকদের প্রতি অবিচার জাতির লজ্জা
নতুন করে সমাজ কাঠামো হোক সজ্জা,
ছাত্র শিক্ষকের মধুর স্মৃতি
রয়ে যায়
জাতিতে আলো দিয়ে যায়।
বসন্ত তুমি
বসন্ত তুমি সুন্দর উচ্ছল
সরোবরো ফোটা ফুল
বসন্ত তুমি এলে আবার শহর গ্রাম জুড়ে
থাকতে চায়না মন শুধু ঘরে
ফুল প্রেমীরা ব্যস্ত ফুল কুড়িয়ে
কেউ বা সাজে গোলাপ গাঁদায় মন রাঙায়ে।
বসন্ত তুমি স্বচ্ছ তুলির বর্ণচ্ছটা
মুছে যাক যত মলিনতা।
বসন্ত তুমি আসো বারবার
শোভাময় হয় প্রকৃতি ধার।
পাখি কথা কয় গানে গানে
ভাসে আাকাশ বাতাস সুভাসিত ঘ্রাণে।
বাংলা আমার
বাংলা তুমি মাটির সাথে মমতা
গাই সুন্দর জীবন সমতা
তুমি প্রানের যত আশা,
তুমি উদ্যম সত্য ভালোবাসা,
দেশের জন্য প্রাণ দেয়া মানবতার রচনা
নতুন সুপথ স্বপ্নের সুচনা,
তুমি স্নিগ্ধ সুষমা পরমায়ু
উদাস মুখরিত হাওয়া।
বৃষ্টি হলে
বৃষ্টি হলে দারুণ হাওয়া বয়
বৃষ্টি এলো বাড়ির আঙিনায়
বাড়ে নদীর পানির ঢেউ
মনোরম চোখ ফেরেনা কেউ
পড়ে টিনের চালে বরফ শীতল খুশিতে খোকার চোখ টলমল।
ভাসাবে কাগজের নৌকা ফুল
বৃষ্টি তে ভিজতে যাই
রোদের দেখা নেই
বৃষ্টিতে ঠান্ডা বেশ গরম খিচুড়ি চাই।
প্রেমের জয়
সর্বযুগে ভালোবাসায় সবাই জড়িত
প্রেম ইতিহাস গড়ছে অনবরত
প্রেম মানেনা বাধ্যতার ঢেউ
প্রেম যেন বজ্রনেশা ওই
এই হৃদয়ে তোমারি আনাগোনা
প্রেম তো অবুঝ হৃদয়ের ছাপাখানা
প্রেম যুগ যুগে চিরায়ত প্রথা ভঙ্গে লিপ্ত
কখনো প্রেম জোন্সনা রাত
কখনো বা সূর্যের আভায় দীপ্ত
দিয়ে যায় সুখ অনন্ত
কখনো কাঁদায় কখনো নিরুপায়
প্রেমে গড়া দুনিয়া আলোময়
প্রেম তবু ধন্য হোক প্রেমের জয়
প্রেম বিচিত্র সব রুপে যে প্রেমের ভাবনা
দোষে গুনে ভালোবাসাই প্রেম বন্দনা।