কলমেঃ কাকলি রানী ঘোষ
ছোট্ট খুকু করে বায়না,
যাবে নাকি শশুর ঘরে।
চাঁদ জেগেছে ওই আকাশে,
তারারা সব করছে বায়না,
খুকুকে নাকি নিয়ে যাবে।
পাখিরা সব গান ধরেছে,
খুকুর বায়না থামাবে বলে।
বায়না করে ছোট্ট পাখি,
যাবে নাকি খুকুর সনে,
রংবেরঙের প্রজাপতি,
উড়ে বেড়ায় এদিক ওদিক,
খুকু সাথে ভাব করেছে।
গল্প করে মনের সুখে।
কোন সেদূরে শ্বশুর ঘর।
ঠিকানা বলে হলুদ ফুলে।
মন যে তার মেলেছে ডানা।
নুপুর পায়ে সবুজ ঘাসে,
নাচে খুকু তা থৈ তালে।
পাখিরাও যে নাচের সাথে।
ফুল প্রজাপতি তা তাকিয়ে হাসে।