
কামরুল ইসলাম:-
চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ০৭ জন ডাকাত গ্রেফতার
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম-বার এর নির্দেশনায় ডাকাতি প্রতিরোধ ও ডাকাতদের গ্রেফতারে চট্টগ্রাম জেলা পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে।
এই অভিযানের ধারাবাহিকতায় আনোয়ারা থানা পুলিশের একটি চৌকস দল অদ্য ২৩/১০/২০২৫ খ্রিঃ রাত অনুমান ০১.৪৫ ঘটিকায় এসআই (নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাত্রিকালীন টহল দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মনির হোসেন-এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে।
আভিযানিক দল পরৈকোড়া ইউনিয়নের কালীগঞ্জ ব্রিজের দক্ষিণ পাশে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে ৭ (সাত) জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
মোঃ সাকিব প্রকাশ শাকিল, মোহাম্মদ নেছার, মোঃ সাইফুল ইসলাম, শাহাদাত হোসেন, মোঃ আরিফুল ইসলাম প্রকাশ বাবু, মোঃ হাবিব ও মোঃ রাজীব চৌধুরী।
উদ্ধারকৃত অস্ত্র:
০১টি এলজি, ০১টি তাজা কার্তুজ, ০১টি পাইপগান সদৃশ অস্ত্র, ০১টি লোহার দেশীয় অস্ত্র, ০২টি জম্বি ব্যাট, ০১টি বেসবল ব্যাট, ০১টি তলোয়ার, ০৫টি বড় রামদা ও ০১টি কুড়াল।
ঘটনার বিষয়ে আনোয়ারা থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।