
দেবিকা রানী হালদার
আমরা মানব সম্পদ কি ,একটু আলোচনা করি।
মানব সম্পদ বলতে দেশের বা প্রতিষ্ঠানের জনশক্তিকে বোঝানো হয়। যার মধ্যে মানুষের জ্ঞান, শিক্ষা চিকিৎসা, দক্ষতা এবং কর্মশক্তি অন্তর্ভূক্ত থাকে।
মানব সম্পদ কোন রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ যা কোন পন্য ও সেবা উৎপাদনে অবদান রাখে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে সহায়তা করে।
সহজ কথায় যোগ্য ও দক্ষ কর্ম বাহিনীই হলো মানব সম্পদ।
মানব দেহের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সৎ চরিত্র।
আমরা রাষ্ট্রের নাগরিক গন অনেক সুযোগ সুবিধা ভোগ করি! অধ্যাপক লাস্কী বলেছেন, ” Rights implies duties” অধিকার কর্তব্য আনয়ন করে!
আমরা যেমন রাষ্ট্রের অধিকার ভোগ করি তেমনি রাষ্ট্রের প্রতি “কর্তব্য” আছে! নাগরিক যে কর্তব্য করে তা রাষ্ট্র মানব সম্পদ উন্নয়নে খরচ করে!
নাগরিকের প্রথম কর্তব্য হচ্ছে নিজ সন্তান কে শিক্ষাদীক্ষায় মানুষ করা! নিজেকে দুর্নীতি মুক্ত রাখা, মানবতা মনুষ্যত্বের পথে চলা, রাষ্টীয় আইন মেনে চলা, নিয়মিত সরকারের কর প্রদান করা, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, নির্বাচনে অংশ নেয়া, রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করা, বিমান বন্দর, মেট্রোরেল, বাস, ট্রেন না পোড়ানো! তৈরি রেললাইন, ব্রিজ, পদ্মা সেতুর মত বিশাল উন্নয়ন ধ্বংস না করা! কারিগরী শিক্ষা অর্জন করা ।মানুষের প্রয়োজন ও উপযোগিতা মেটাতে সাহায্য করা, প্রাকৃতিক সম্পদকে প্রকৃয়াজাত করে তৈরি করে বেকারত্ব দূর করা।
কারিগরী শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মিলে। কারিগরী শিক্ষা নিন বদলে যাবে আপনার দিন।
“Learn Technique, Be Smart”
চীন আজ সারা বিশ্বের সেরা। উল্লেখ্য, চীন একবার ১২ বছরের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছিলো, বলেছিল, আর স্যুটকোট টাই বাবু বানাতে চাই না, হাতের কাজ প্রয়োজন, সবার কারিগরি শিক্ষা নিতে হবে। ১২ বছরে চীন বিশ্বের সেরা skilled তৈরি করেছে, কেরানি কমেছে দেশে, নতুন নতুন প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করেছে। আমাদের দেশ চীন কে অনুসরণ করতে পারে!
আমার আলোচনা শেষ করার আগে UB.কে ধন্যবাদ জানাই দেশের ও জনগণের উন্নয়নের জন্য অনুষ্ঠানে যে কর্মসূচি পালন করা হয় তা একমাত্র মহৎ উদ্দেশ্য নিয়ে আয়োজন করা।
এভাবে সব প্রতিষ্ঠান যদি মানব সম্পদ ও মানবতার নিয়ে সেমিনার ব্যবস্থা করেন তাহলে
মানব সম্পদ ও মানবতার শীর্ষে থাকতো বাংলাদেশ।
আজকের অনুষ্ঠানের আয়োজককে ধন্যবাদ জানাই,ধন্যবাদ জানাই উদয়ীমান বাংলাদেশ প্রতিষ্ঠানের গুণীজনদের
ছোট অনুষ্ঠানে বড় বড় মহৎ উদ্দেশ্য নিয়ে আয়োজন আমাকে মুগ্ধ করে।
সবাইকে সালাম ও নমস্কার জানায়ে আমার বক্তব্য শেষ করছি!