কলমেঃ ইকবাল খান
বসন্ত আসে—
মাটির গন্ধ ভেসে আসে হাওয়ায়।
ফুলেরা হেসে আকাশের কোণ ছোঁয়।
পাখিরা গায় নিঃশব্দ গান,
প্রকৃতি খুঁজে নেয় নতুন সুর।
ঝরনার জলে সূর্য খেলা করে।
গাছেরা সবুজ চাদরে ঘুম ভাঙে।
আকাশও রঙিন স্বপ্নে ভরা,
প্রতিটি পাতায় নাচে জীবন।
আমি বসে থাকি এক কোণে,
হাওয়ার সঙ্গে মিলাই নিঃশ্বাস।
চোখ বন্ধ করি, দেখি—
প্রকৃতি ঘুম থেকে জেগে ওঠে,
মনও খুঁজে পায় নতুন সূচনা।