
কলমেঃ জোনাকি আফরিন জুঁই
নীল গঞ্জের রাজেশ মিত্র
বানায় মাটির হাঁড়ি,
শসান ঘাটের একটু দূরেই
কুমোর পাড়া বাড়ি।
মৃৎ শিল্পের কাজে লাগেন
রাত্রি যখন পোহায়,
বৈচিত্র্যময় সৌন্দর্য পায়
তার হাতের ছোঁয়ায়।
সারাবেলা কাজ করেও
হয়না তার ক্লান্তি,
মাটির গন্ধে মিশে আছে এক
অন্য রকম শান্তি।
মাথার ঘাম পায়ে ফেলে
হাঁড়ি তৈরি করেন,
চৌদ্দ বছর বয়স থেকেই
সংসারের হাল ধরেন।
ঘরে আছেন বৃদ্ধা মা আর
ছোট একটা বোন,
বাবার কথা মনে পড়লেই
ভিজে চোখের কোণ !”