কলমেঃ সাহেলা সার্মিন
মায়া-মমতা,স্নেহ- আদর-ভালোবাসা
সব সৃষ্টি কুলেই দেখা যায়,
মানুষ আশরাফুল মাখলুকাত,
তার গুণেই সুশোভিত হয় ধরা।
মানুষ সুন্দর! সুন্দর তার গুণাবলি,
এই গুণকে সযত্নে লালন করো হে মানব
মানুষ হয়ে কখনো হইয়ো না দানব।
হিংসা, নিন্দা, ক্লেশ, অহংকারের যাতনায়
ভেবোনা অন্যকে করবে ধ্বংস,
সেই যাতনায় নিজেই হবে পিষ্ট -
দুনিয়া ও আখিরাত,দু'টোই হবে নষ্ট।
রিপুর তাড়নায় যারা করে শিশু বলাৎকার
সন্তান তুল্য ছোট্ট শিশুর উদাম দেহ করে ফালাফালা,
ওরে ও পাপিষ্ঠ! সেতো তোর কন্যা তুল্য,
এতোটুকুও মায়া হলো না তোর?
লোভ,লালসা আর রিপুকে করো সংযত।
ইভটিজিং,ব্যাভিচার,দখলবাজ, চোর আর
পুকুর চোরে ভরে গেছে গোটা দেশ,
অর্থ কেউ দু'হাতে উড়ায়-
কেউ আধপেটা,অনাহারে কাটায়!
শ্রদ্ধা, সম্মান আজ করেনা কেউ কাওকে,
পিতৃতুল্য শিক্ষকের গায়ে হাত ওঠে।
মা-বাবার অবাধ্যতায় সন্তান আজ কুলাঙ্গার,
কচুবনে কালাচাঁদে' ভরে গেছে -
মায়া,মমতা,স্নেহ -ভালোবাসার নন্দন কানন
আজ নরকে পরিণত হয়েছে!