
কলমে: শামসুন্নাহার সুমা
দ্বগ্ধ আমি
যন্ত্রণায় কাতর সর্বাঙ্গ
চতুর্দিকে খুঁজি বারীধারা
নাহি মিলে তার কোন সাড়া।
আমি কাতর হয়েও ছোটাছুটি করি
পানি পানি পানি বলে-
সবাই আমায় দেখে ছবি তুলে ফোনে
কেউ আসেনা একটু এগিয়ে
হাতটা ধরে নিয়ে যাবার তরে।
পানির দোকানে যায় একটু পানির আশায়
সারাঅঙ্গ যেন দোহনে ঝলসে যায়
হাতে নেই কোন টাকা
দোকানী পানির দাম
বাড়িয়ে দেয় দ্বিগুণ
লুকিয়ে রাখে পানি ভর্তি সব বোতলগুলো।
যন্ত্রণায় ছটফট করি আমি
অগ্নিদোহনে সবার্ঙ্গে জ্বলন
ক্লান্ত হয়ে পড়েছে সবার্ঙ্গ
ধরায় লুটিয়ে পড়েছে গাত্র।
কোনভাবে একটা গাড়িতে উঠার
চেষ্টা করি
সরে যায় আমায় সরিয়ে ফেলে
সেই গাড়ি চালক
বলে- টাকা আছে?
মেডিকেল ভাড়া আজকে
দশ টাকার জায়গায়
বিশ টাকা হয়ে গিয়েছে
শুনে অশ্রু ঝরে দুই নয়নে।
হায়রে আমার দেশের মানুষ
যে দেশ বাঁচার জন্য আমি
নিজের জীবন ঝুঁকি নিয়ে
প্রাণপণ সংগ্রাম করে গিয়েছি।
যে মানুষগুলোর শান্তির জন্য
লড়েছি বারবার রনাঙ্গনে
তারা আজ আমায় দেখে
ছবি তুলে।
ভিডিও করে ফেসবুকে পোস্ট করে
ভিউ বাড়ানোর জন্যে
এগিয়ে আসেনা আমার কাছে
ভিড় জমাচ্ছে নাটক দেখার মতো
সহযোগিতা করার নেই কারো মনোভাব।
কারো মনে এতটুকু দয়া নেই
আমি তাদের সন্তান হলে
তারা কি পারত, হতো এতটা নির্দয়?
আমিও তো কারো সন্তান,
কারো ভাই কিংবা বোন
কারো বা বন্ধু,আত্মীয় বান্ধব।
আমিও তো মানুষ,আমারো তো দেহ,মন আছে
আমারও তো অধিকার রয়েছে
এই ধরাতে সুন্দরভাবে বেঁচে থাকার
তাহলে আমি কেনো এত অবহেলিত,
আমার এই দ্বগ্ধ শরীর দেখেও
এতটুকু ব্যথা হলোনা
কারো মনে প্রাণে।
হায়! হায়! বেঁচে থেকেও যেন মরে
গিয়েছে আমার এই মন
সকলের ব্যবহারে স্তব্ধ হয়েছে
জীবনের সন্ধিক্ষণ
যাদের জন্য করেছি এতদিন
জীবনের সকল সুখ শান্তি ত্যাগ
তারা আজ নিজেদের স্বার্থ নিয়ে
হয় সকলে ব্যাকুল।