
উন্মাদিনী একা
এলোচুলে উড়িয়ে বাতাস সঙ্গে শাড়ির আঁচল
হটাৎ নদী বাঁধভাঙা ঢেউ
আমিই শুধু দেখে গেলাম-জানলো না তো কেউ।
ভাঁজ করে রাখা ভালোবাসা
আজ খুলেছে, দুহাত জুড়ে ন্যাপথালিনের গন্ধ
একটু একটু কাঁপছে যে ঠোঁট
ঠোঁটের আর কি দোষ বলো-সব দুয়ার যে বন্ধ!
পাখি ফিরছে
যেমন করে হোক ফিরে এসো
গাছের ডালে, নয়তো নীড়ে
দুলে উঠুক ভগ্ন শাখা
বুকের মধ্যে বাজনা বাজুক-জনারণ্যের ব্যস্ত ভিড়ে।
মানুষ যেমন ভালোবাসে একটি ঘর, জলের ঘটি
একটু মায়া উঠোন জুড়ে
মাদুর-পাতা সন্ধ্যাতারা
দুঃখ থাকে মরাই বাঁধা, সময় মতো খরচ করে
তবুও হাত জলের মতো ঠান্ডা অতি
দেয়, ছুঁয়ে দেয় ভীষণ জ্বরে!