
নরসিংদী প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল বলেন, মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা চুরি করে পালিয়েছে শেখ হাসিনা। জনগনের গণতান্ত্রিক অধিকার কেরে নেওয়া হয়েছিলো। ইউনিয়ন থেকে শুরু করে কোন ধরনের নির্বাচনে কেউ নিজের ভোট নিজে দিতে পারে নাই। শেখ হাসিনা দেশটাকে নর্দমায় ফেলে চলে গেছে। ৩১ দফা বাস্তবায়নই একমাত্র পথ এর থেকে দেশকে পুনরুদ্ধার করার। ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভায় বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদীর রায়পুরা উপজেলার মরজালে কাজী বশির উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গত ১৭ বছর হাসিনার নির্যাতন সহ্য করে বিভিন্ন মামলা হামলার শিকার হয়ে রাজনীতি করেছি। আর আমাদের আনেকেই আওয়ামীগের সাথে মিলে রাস্তা ঘাটের টেন্ডার বাজি করে চলেছেন। মনোনয়ন দল দিবে। দলই বাছাই করে নিবে কে চাঁদাবাজি করে আর কে চাঁদাবাজদের ধরে। যে সমাজ ও মানুষের সুখ দু:খের কথা চিন্তা করে তাকেই মনোনয়ন দেয়া হবে। আপনার আমার মনোনয়ন নিয়ে চিন্তা করতে হবে না। মরজাল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহাম্মদ প্রধানের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেত্রী জান্নাতুল হক শাপলা আশরাফ,রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা সদস্য বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ভূইয়া,জেলা বিএনপির সদস্য ইফতেখার আহমেদ ভুইয়া ইতু ও সদস্য কাজী আসাদুর রহমান মিলন,রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সি,হাবিবুর রহমান হাবিব,নুর আহমদ চৌধুরী মানিক,আমজাদ হোসেন আলতাফ,আলাউদ্দিন প্রধান,হুমায়ন কবির ভুইয়া,আলকাছ উদ্দিন, মরজাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর সহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।