কলমে: মোহাম্মদ সহিদুল আলম
কিছু ভালো ও খারাপ বিষয়ের ফলাফল দেরিতে হলেও সত্যতা নিশ্চিত। আর ভুল নইতো বোকামি, ফলাফল দেরিতে হলেও ফলাফল বড়ই খুশির অথবা বেদনার!
কিছু মানুষ সকলের ভালো চিন্তা করে থাকেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন, কিছু মানুষ অন্যের ক্ষতি করে শুধুই নিজের চিন্তা করেন।
আবার কিছু মানুষ বারংবার আঘাত পেয়ে একটি সময় পরে ভালো আর খারাপের মেঘ বৃষ্টি দেখলেই নিজেদের লুকিয়ে রাখেন নিরাপদ আশ্রয়ে।
সময়ের সাথে মানুষের অহরহ পরিবর্তন। কিছু আঘাত মনের গহীনে রয়ে যায় আমরণ। কিছু কিছু ভালো আর খারাপ ফলাফলের প্রকাশ ভাষাহীন।
রচনাকাল :
৮ই মে ২০২৫ইং
কোলম্ব, ফ্রান্স।