
কলমে : জোনাকি আফরিন জুঁই
স্বাধীন দেশের মানুষ আমরা
স্বাধীন ভাবে চলবো,
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে
সত্য কথা বলবো।
মোদের দেশের মানুষ আমরা
মোদের পাশে থাকবো,
যেখানে দেখবো অন্যায় অবিচার
এক জোট হয়ে জাগবো।
হাড়িয়ে যাওয়া বাংলা টাকে
নতুন করে গড়বো,
শূন্যে থাকা জমি গুলোতে
সোনার ফসলে ভরবো।
হারানো বাংলা ফিরিয়ে আনতে
তোমরা থেকো সাথে,
একবার যখন সাহস করে
নেমেছি রাজ পথে।
খেটে খাওয়া সব মানুষ গুলোর
মুখে ফুটাবো হাসি,
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি !”