
ভাই ফোঁটা
ভাই ফোঁটা দিতে
যেন পারি,
প্রতি বছর আসে যেন
এ শুভদিনটি।
ভায়ের কল্যানে
বোন দেয় ফোঁটা,
যত বিপদ আপদ আসুক
ভাই যেন থাকে ভালা।
ভায়ের কল্যানে
বোন করে প্রার্থণা,
হে ঈশ্বর! কর করণা
তোমার কাছে এ প্রার্থণা।
ভাই-বোন এক বৃন্তে
মায়ের গর্ভজাত,
একই সূত্রে মালাগাঁথা
থাকে যেন ভাই ভালমত।
বিপদের দিনে
বোনটা আসে ছুটে,
ভায়ের পাশে
ভাই-বোন থাকে মিলে মিশে।
সুন্দরের লাগি
যা আমি চাই,
তা নাহি পাই ;
কি করি ভাই?
চেয়েছি যাহা,
তা হয়তো ঠিক না;
দেখিলাম ভুলে ভরা।
নিজে প্রশ্ন করি,
একাকী ভাবি;
সত্য সুন্দরের লাগি।
সত্য যার নাই অন্তরে,
ভুলতো হবে জীবনে;
সে ভুলের মাশুল দিতে হবে।
পরম সত্ত্বার লাগি,
নিজেকে দিতে তারি;
তবেই তো হবে জীবনে ভাবি।