
নিঃস্বার্থ মায়া
রাতের পর রাত জাগিয়া
ভুলেছো নিজের সুখ,
দুঃখের মাঝেও সুখ যে তোমার
সন্তানের ঔই মুখ।
তিল তিল করে গড়েছো আমায়
নিজে খেয়ে না খেয়ে,
এই জগতে আমি সব চেয়ে সুখী
মা গো তোমায় পেয়ে।
মায়ের মতো এই দুনিয়ায়
করবেনা আর কেহ,
অর্থ বিহীন ভালোবাসা আর
স্বার্থ ছাড়া স্নেহ।
ছোট থেকেই পরম মমতায়
করেছো অনেক যত্ন,
দেখতে যদি কালোও থাকি মা গো
তোমার কাছে রত্ন।
এই পৃথিবীর সমস্ত সুখ
মা শব্দতেই মিশে রয়,
এই জগতে মায়ের স্নেহ
এমনই বুঝি মধুর হয় !”
পথ হাড়ানো পথিক
পথ হাড়ানো পথিক আমি
পাইনা পথের দিশা,
এদেশ থেকে ওদেশ ঘুরবো
এটাই যে মোর নেশা।
দুঃখের কথা বলিয়া তোমায়
কি হইবে গো ভাই,
দু’দিনের বেশি এক স্থানেতে
হয়না যে মোর ঠাঁই।
তাহার প্রেমে পাগল হইয়া
পথিক আজ যে হলাম
বুক ভরা এ ভালোবাসার বিনিময়ে
দুঃখ টুকুই পেলাম।
এভাবে কেন গেলো গো ছাড়িয়া
কি ছিলো মোর ভুল,
সে যে আমার হৃদয়ে ছিলো
পবিত্র এক ফুল।
দেশ বিদেশে ঘুরিয়া যেদিন
মিলাইবে তাহার দেখা,
সেই দিনই তো হইবে আমার
শেষ কাব্যের লেখা !”
নিঃস্বার্থ মায়া
রাতের পর রাত জাগিয়া
ভুলেছো নিজের সুখ,
দুঃখের মাঝেও সুখ যে তোমার
সন্তানের ঔই মুখ।
তিল তিল করে গড়েছো আমায়
নিজে খেয়ে না খেয়ে,
এই জগতে আমি সব চেয়ে সুখী
মা গো তোমায় পেয়ে।
মায়ের মতো এই দুনিয়ায়
করবেনা আর কেহ,
অর্থ বিহীন ভালোবাসা আর
স্বার্থ ছাড়া স্নেহ।
ছোট থেকেই পরম মমতায়
করেছো অনেক যত্ন,
দেখতে যদি কালোও থাকি মা গো
তোমার কাছে রত্ন।
এই পৃথিবীর সমস্ত সুখ
মা শব্দতেই মিশে রয়,
এই জগতে মায়ের স্নেহ
এমনই বুঝি মধুর হয় !”