নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির এক প্রস্তুতি সভা মোহাম্মদপুরস্থ সূচনা কমিউনিটি সেন্টারে ২৪ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হয়।
আদাবর, মুহাম্মদপুর, শেরেবাংলা নগর থানার কমিটি গঠন ও মতবিনিময় সভাকে সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহেদ উদ্দিন, গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি আলমাস আলী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান জিলন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ।
প্রস্তুতি সভায় সংগঠনের সভাপতি সাহেদ উদিন বলেন, বর্তমান সরকারের সময় যদি প্রশাসনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কেউ থাকেন, তাদের রাখা যাবে না। কারণ তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টই হলো নির্দলীয়তা। নির্দলীয় হলে সেখানে রাজনৈতিক দলের উপদেষ্টা বা দলীয় পরিচয়ের লোকদের থাকার কোনো কারণ নেই। গত ১৫ বছরে নানা ধরনের অপকর্মে যারা জড়িত এবং যারা ফ্যাসিস্টদের রক্ষা করতে গিয়ে বেআইনি কাজ করেছেন, তাদের প্রশাসনে রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারা গোপনে থাকেনি অনেকে প্রকাশ্যেই সহযোগিতা করেছেন। তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
বাংলাদেশকে নতুন করে সাজাতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার কোন বিকল্প নেই বলে মন্তব্য করে তিনি আরো বলেন স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল সেভাবে এগোতে পারেনি। গত ৫৪ বছরে পিছিয়ে পড়া বাংলাদেশকে এগিয়ে নিতে রাষ্ট্রকাঠামো মেরামতের কোন বিকল্প নেই। আমাদের প্রিয়নেতা জাতীর আশা আকখাঙ্খার প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরের মধ্যে দেশে ফিরলে আমাদের সংগঠনের পক্ষ হতে সারাদেশের নেতৃবৃন্দ দলেদলে ঢাকায় এসে জনসমুদ্র সৃষ্ঠি করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।
সাহেদ উদিন সারাদেশের সকল নেতৃবৃন্দকে অনুরোধ করে বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে জাতীয়তাবাদী চেতনাকে শক্তিশালী করার লক্ষ্যে মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন সহ তৃণমুল পর্যায়ে সংগঠন পুনর্গঠন ও শক্তিশালী করতে হবে।