কলমেঃ শেখ সেলিনা আক্তার প্রিয়া
নিঃসন্দেহে বিসর্গ কুড়িয়েছে দুঃখ,
অন্তঃকরণে বিসর্গ জলাঞ্জলিতে সূক্ষ্ম।
নিঃস্ব ভুবনে তবু দুঃখের বাস,
অন্তঃসত্ত্বা দুঃখ ভালোবেসে করে নাশ।
নিঃস্বার্থ বুকে সানন্দে জমাট আঁশ,
অন্তঃস্থিত দুঃখের বিলাপ ও সুখের শ্বাস।
স্বতঃস্ফূর্ত ভালোবাসায় উপমা তুমি,
নিঃসঙ্গতায় তবু কেন ফিরি আমি।
দুঃখিনী বিরহী অধঃপাত বিলাসী বিহঙ্গে,
দুঃখকর যামিনী রূপে মননের আরতি অঙ্গে।
নিঃসৃত নির্ঘুমে কল্পনার আঁধারে একাকী,
অন্তঃপুর আর্ত-চিৎকারে খোলে আঁখি।
নিঃশব্দ শব্দের তৃষিত হৃদয়ে হাহাকার,
অন্তঃস্থল ছেঁদ করে জ্বলে পুড়ে একাকার।
নিঃসঙ্গতা খুঁজে সদা অকৃত্রিম ভালোবাসা,
অনিঃশেষ শুভকামনায় মিথ্যে অদৃশ্যের ধোঁয়াশা।
অতঃপর ভুবনে অগ্নিস্ফুলিঙ্গ ঝরা তেজস্বী ভাবনা,
দুঃসহ ক্ষণগুলো জীবন পাতার মর্ম নিয়ে নিঃশেষ ঠিকানা।
নিঃসরণ মননে অবাঞ্ছিত আলিঙ্গন যেন সহসাই নিঃসাড়,
দুঃসাহস রূপক নিয়ে স্রোতস্বিনী নারী বেঁচে থাকা অসার।
পুনঃপুন ভাবমূর্তিতে টর্নেডো বিনাশী নারী,
দুঃসময়ে খড়গ হাতে হাসিমুখে রণভূমি দেয় পাড়ি।
মনঃপুত হতে গিয়ে আঁকি রংধনুর বর্ণিল ছবি,
দুঃস্বপ্ন তে বিসর্গ বিলিয়ে হয়েছি স্বপ্নহীন কবি।