
কলমেঃ শহীদ বদরুদ্দোজা তৌহিদ
ভোগের সময় ছিল তখন, পাইনি ভোগের ধন,
যখন আবার ধন হয়েছে, ভোগেতে নেই মন।
ভোগপিয়াসী মন ছিল তরুণ, ছিল ক্ষণ,
সুখের নেশায় ধন খুঁজিয়ে ভোগ করতে পণ।
যৌবন রঙ্গে ধন কুড়িয়ে জীবন পৌঢ় হয়,
ধন আসিলো অঢেল কিছু ভোগ-বিলাসে নয়।
রঙিন ঘুরির নাটাই ধরে স্বপ্ন করে জয়,
ভোগ করিবো ভেবে দেখি, ঈশান কোণে ক্ষয়।
তীব্র আশা, ভালোবাসা, উচ্ছ্বাসিত প্রাণ,
গোধূলীর এই লগ্নে ভাসে বিশাদ সুরের গান।
সময় গেল, সন্ধ্যা হল, ভোগের অনেক ধন,
পথ ভুলে আজ অনেক দূরে, ভোগেই অভিমান।
ভোগের তৃষ্ণা মেটে না, যতই ধন পাই,
মন যে কেবল শান্তি খোঁজে, ভোগে সে তো নাই।
চলার পথ, ভুলের সাথে ছিল না তো বোধ,
যাবার বেলায় দীর্ঘশ্বাসে যোগ-বিয়োগে ক্ষোভ।