খোকার স্মৃতি
পুজোর ঘরে ধূপের গন্ধে,
মনটা ভাসে ভোরের ছন্দে।
শিউলি পড়ে পথের ধারে,
খোকার স্মৃতি বাজে সারে।
ঢাকের তালে বাজে বুকে,
চেনা হাসি ভাসে মুখে।
চাঁদের আলো দীঘির জলে,
ভেসে আসে গাঁয়ের দলে।
আলপনায় পা রেখেছে যে কে,
চেনা লাগে চোখের ঢেকে।
গাঁয়ের ঘ্রাণে মিশে প্রেম,
মনটা ডাকে পুরনো হেম।
ধুনোর ধোঁয়া ওঠে ধীরে,
স্মৃতি ভাসে মেঘের নীড়ে।
তুমি বুঝো কে যে আসে,
খোকার গন্ধ বাতাস ভাসে।
দেবীর চোখে আলো নাচে,
খোকার ছায়া সেথায় বাঁচে।
ফুলের গন্ধ মায়া মেশে,
পুজো ভরে প্রেমের দেশে।
পুজোতে খোকা আছে
পুজোর ঘরে যাবে তুমি,
ফুলের গন্ধে ভাসে ভূমি।
তখন অবুঝ কেমন লাগে,
খোকার গন্ধ মিশে বাগে।
ঢাকের তালে কাঁপে হাওয়া,
চেনা মুখটা আসে ছাওয়া।
চাঁদের আলো দীঘির জলে,
ভেসে যায় মন গাঁয়ের তলে।
ধুনোর ধোঁয়া মেখে বুকে,
পুরনো গান বাজে সুখে।
শিউলি গন্ধ ছুঁয়ে চুলে,
স্মৃতি আসে ঢেউয়ে ফুলে।
দেবীর চোখে দীপের আলো,
চেনা ছায়া দোলে ভালো।
তুমি অবুঝ কার সে ছায়া,
খোকার গন্ধে মিশে মায়া।
পুজোর রাতে বাজে বাঁশি,
মনটা ডাকে ভালোবাসি।
দূরের ঘরে তুমি যাবে,
পুজোর মজা তবে পাবে।