
প্রকৃতির রূপ
প্রকৃতির রূপ করি বন্দন,
সূর্য ওঠে পুবে।
ভোরের পাখি গানের সুরে,
ফুলে ঝরা পথে।
হেমন্তের ধান হাসে,
সবুজের ঘাসে।
নীল দিগন্ত ছুয়ে পৃথিবীর বুকে,
সূর্যাস্ত পশ্চিমে।
সন্ধ্যা নামে পৃথিবী যে,
পূর্ণিমার চাঁদের,
আলোয় হাসে রাত্রিতে,
মিটিমিটি তাঁরা।
প্রকৃতি যে অপরূপা।
বর্ণীবো কিসে।
নদী, নালা, খাল, বিল,
ভরে আছে জলে।
ঝুঁটি পাখি, ময়না, টিয়া,
এখানে ওখানে,
উড়ে বেড়ায় যে মেঘ কোলে,
প্রকৃতি সেই রূপে।
দুটি হৃদয় গেছে মিশে
দিক দিগন্তে খুঁজে খুঁজে।
বসে আছো একা,
আপন মনে।
চঞ্চল আঁখি, মনে জাগে বিস্ময়।
ঘর ছেড়ে হয়েছে দিবাগী।
ব্যর্থ প্রেমের নেশায়,
ব্যথিত হৃদয়ে।
চুপিসারে এলে তুমি কাছে।
ঘর ছাড়া দুজনাই,
মনের মিলনে হই একাকার।
খোলা আকাশের নিচে,
কথাহারা বুকে।
সমাজ কাছে হয়েছি অবাঞ্ছিত।
কলঙ্ক যতই থাক,
তবুও প্রেমের বন্ধনে।
দুটি হৃদয় এক হয়ে গেছে মিশে।