
জীবন যুদ্ধে একলা চলরে
যারে আমি আপন ভাবি,
সে- তো আমার নয়।
আপন আপন করে কাঁদিয়া মরি,
ওরা মিছে করে অভিনয়।
যতই দেই হৃদয়ে ঠাঁই,
তিলে তিলে পিষে করে শেষ।
গোপনে গোপনে নল চালায়,
ধরে ভালোবাসার বেশ।
এক সাথে পথ চলি,
খারাব ভাবি না কভু।
তারাই আবার ফাঁদ পাতে,
মিছে ধরে পিছু।
তারা আবার দাবি করে,
আমরা তোমার ভাগি।
ভাগি হয়ে কেমনে রে ভাই,
বুকে দিলে ছুরি।
আপন ভাবা দিয়েছি ছেড়ে,
কেউ কারো নয়।
জীবন যুদ্ধে একলা চলো,
তবে হবে জয়।
কু কর্মের লেজ ধরি
মুখ চলে হাত চলে না,
ফোটাও খই মুড়ি।
ভালো কাজের পথ ছেড়ে
কু-কর্মের লেজ ধরি ।
সরল ছেড়ে বাঁকা পথে
দেখাই মোরা শক্তি।
আ-হা কি আরাম আয়েস,
হৃদয় পায় স্বস্থি।
রঙের দুনিয়া সঙ্গ নিয়ে,
করি বিচরন।
ঠেলার সময় পাবে মজা,
দুয়ারে আসবে যখন।
গুরুজনের সম্মান
যত বড়োই হই না কেন?
শিক্ষা কিংবা পদে।
কভুও ভুলো না তারে,
যে দিলো জীবন বিসর্জনে,
শিক্ষার আলো ঢেলে।
ধর্ম বর্ণ নির্বিশেষে,
দেশ ও জাতির অলংকার।
আদর্শবান গুরুজন,
ছাত্র জীবনের শ্রেষ্ঠ উপহার।
আদর্শবান গুরুজন মোদের প্রাণ,
শ্রদ্ধা ও ভালোবাসায়,
রাখবো তার মান।
শিক্ষার মাঝে জ্ঞান প্রয়োগ,
সবার তরে ভালো।
এ আলো ছড়িয়ে পড়লে,
সমাজ থাকবে না আর কালো।
নিভালে আলোটা
পড়তে বসে বই,
দেখতে পেলাম ওই।
জ্বল জ্বল করে জ্বলছে আলো,
উড়ি টারে লাগলো না ভালো।
তাই দল বেঁধে নিভাতে আগুন,
দলে দলে দিলো ঝাপটা।
যতই পাখনা নড়ে,
ততই বাড়িয়ে তোলে আলো টা।
যতই করুক চেষ্টা,
লাভ হলো শুধু একটা।
হয়-তো ছিল কাল কুটিরে,
হলে আজি বাহির।
মরণ পথের যাত্রী গুলো,
চিহ্নিত হলো নামটা।
অনলে দিলে ঝাঁপটা,
মরবে ভাঙবে পুড়বে ডানাটা।
নিভালে আলো টা,
বলো বন্ধু কে পড়াবে তোমার,
জানাজার নামাজ টা।
স্বপ্ন জালে ভালোবাসা
বন্ধু তুমি এসএসসি পাস,
আমি কাটি ঘাস।
কেমনে হবে তোমার সনে,
আমার বসবাস।
তেলে জলে মিশে না কভু,
টিকে না বন্ধন।
মনের মাঝে বিভেদ ভুলে
তবেই হবে মিলন।
চাই না আমি ধন-সম্পদ,
চাই না রুপবতী।
হৃদয় জুড়ে চাই যে শুধু,
শুধু গুণবতী।
ভালবাসা মানে না বাঁধা,
মানে না জাতি ধর্ম বর্ণ ভাই।
ভালোবাসা সত্যের চেয়ে-
জগতে কিছু নাই।
ভালোবাসা সত্যের আলো খুঁজে,
খুঁজে প্রেমিক প্রেমিকা।
ভালোবাসা স্বপ্ন জালে
কবির কবিতা।