
থানচি (বান্দরবান) প্রতিনিধি:
২৬ অক্টোবর রাত আনুমানিক ২ ঘটিকায় বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর সংলগ্ন বলিপাড়া বাজারে একটি দোকান থেকে ভয়াবহ আগুনের সূত্রপাত হয় যা মুহূর্তেই পার্শ্ববর্তী দোকান গুলোতে ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি দ্রুত ভয়াবহ আকার ধারণ করতে থাকে। বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক বিএ-৭৮১৯ লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি এর প্রত্যক্ষ নেতৃত্বে গভীর রাতে বলিপাড়া ব্যাটালিয়নের সকল সদস্য ও স্থানীয় জনসাধারণ নিজস্ব অগ্নি নির্বাপন যন্ত্রপাতি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর প্রচেষ্টা চালায় এবং বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) কর্তৃক থানচি ফায়ার সার্ভিসকে খরব দেয়া হয়। পরবর্তীতে, বলিপাড়া ব্যাটালিয়নের সকল সদস্য, স্থানীয় জনসাধারণ ও ফায়ার সার্ভিসের সমন্বিত প্রচেষ্টায় আনুমানিক ০৩৪০ ঘটিকায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার পর সরেজমিনে পরিদর্শন করে জানা গেছে, ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং ০৩টি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ ০৩টি দোকানে রক্ষিত মালামাল নিরাপদ স্থানে স্থানান্তরের নিমিত্তে দোকান মালিকদের সাথে বিজিবি সদস্যগণ নিরলসভাবে কাজ করেছে। স্থানীয়দের কাছে থেকে জানা যায়, বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধিনায়ক বিএ-৭৮১৯ লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি এর প্রত্যক্ষ নেতৃত্বে আগুন নিয়ন্ত্রণের জন্য দ্রুততার সহিত পদক্ষেপ গ্রহণ না করলে বলিপাড়া বাজারে আরো ব্যাপক ক্ষয়ক্ষতি হতো।
। অগ্নিকান্ডের সূত্রপাত থেকে শেষ পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণের কাজ তদারকি করেছেন বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক, বিএ-৭৮১৯ লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি। তিনি বলেন, ‘‘অগ্নিকান্ডের সংবাদ প্রাপ্তি পর অতি স্বল্প সময়ের মধ্যে বলিপাড়া ব্যাটালিয়নের সকল সদস্য জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর কাজে নিয়োজিত হন’। ভবিষ্যতেও, বিজিবি যে কোন দুর্ঘটনায় জনসাধারণের জানমাল রক্ষার্থে জীবনের ঝুঁকি নিয়ে জনগণের স্বার্থে নিরলসভাবে কাজ করবে বলে আশ্বাস প্রদান করেন।