একে মিলন সুনামগঞ্জ থেকে:
সুনামগঞ্জে এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দুর্নীতি, সন্ত্রাস, মাদক, ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার অঙ্গিকার। এ শ্লোগান-কে ধারন করে লিবারেল ডেমোক্রেডিট পার্টি (এলডিপি) সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
২৬ অক্টোবর রবিবার দুপুরে শহরের জেলা পুলিশ ক্যাপে বেশ আনন্দঘন পরিবেশে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে এই ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন, এলডিপি সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক, জুলাই যোদ্ধা মো. জহুর আলী,সংগঠনের সহ সভাপতি মতিন মিয়া, সহ সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক জামান চৌধুরী প্রমুখ।