
বিনয় দেবনাথ
কতদিন তোমার দেখিনি
হাসিমুখ,
সেই ভোরবেলা আমায়
জড়িয়ে
তোমার ভালোবাসার সুখ।
কতদিন দেখিনি- বইয়ে ডুবে থাকা
চায়ের কাপ হাতে চোখে চোখ রাখা,
কতদিন দেখিনি
তোমাকে কলম
ধরতে,
আমায় নিয়ে কবিতা লিখতে।
কতদিন দেখিনি ফুলদানিতে প্রিয়
ফুল
নিয়ে সাজিয়ে রাখতে।
আবার কখন তোমায়
আগের মতো পাবো
আমি
হৃদয় ভাঙা ,কষ্ট
আমার,
জানে অন্তর্যামী।