শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন

কবিতাঃ অপ্রিয় হলেও সত্য

Coder Boss
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৪০ Time View

‎কলমেঃ মোহাম্মদ সহিদুল আলম

‎অপ্রিয় হলেও সত্য, আসলে দুনিয়াতে সবখানেই ভাঙনের কারণ, হলো নারী! তবে মা জননী ব্যতিক্রম, বিধাতার দান, বেশি কাছাকাছি, অতিরিক্ত! ফলাফল বেদনার।

‎আমরা অতি তাড়াতাড়ি বেশি জড়িয়ে পড়ি, কখনো কখনো একান্ত আপন মনে করি। ‎আসলে একটা নিরাপদ দূরত্বের অবস্থানেই শ্রেয়!

‎তবে নিরাপদ দূরত্বে অবস্থান না করলে, কিছু ‎অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করা যায়। ‎কিন্তু জীবনে কম ধরা খেলেই ভালো। ‎সুন্দর সরল মনের মানুষ হলে বড়োই মুস্কিল! ‎বিপদের সম্মুখীন হয় বেশি।

‎ইউরোপের বারোটা দেশে ভ্রমণ করছি, দেখেছি শত শত শহর। বিদেশেও দেশি -বিদেশি, অতি অল্প সময়ে একে অন্যকে ভাই ডেকে সম্বোধন করেন বা ভাই ডেকে ফেলেন।

‎যতটুকু ভদ্র সম্পর্কে থাকা যায়, ততোই ভালো৷ ‎পরে কষ্ট পাওয়ার চেয়ে দূরত্বে অবস্থান শ্রেয়! আসলে মানুষ মাত্রই ভালোবাসার কাঙাল, সব বয়সে সবাই মায়া মমতা ভালোবাসার পিয়াসী!

‎নিজের সম্মান নিজের কাছে! সত্যিই কষ্টদায়ক! অবমূল্যায়ন, অসম্মান করে কথা বললে।
‎জীবনে কিছু কিছু পরীক্ষা কম দেওয়াই ভালো, কৌতুক করে বললে বলা, পরীক্ষা দেবেন না, অকৃতকার্য হবেন না।

‎আসলে পৃথিবীতে সবচেয়ে বড় কঠিন কাজ হলো, মানুষ চেনা। বেশি চেনার চেষ্টা থেকে নিজেকে দূরত্ব বজায় রাখা মঙ্গল। সব মানুষই যদি সুন্দর রূপে গুণে গুণান্বিত হন, তাহলে তার বর্ণনাধারণার বাইরে?

‎নানান ধরনের কষ্ট পেয়ে আমরা, সৌজন্যে দূরে সরে যায়। তবুও প্রাণ যতদিন পর্যন্ত রয়েছে, এ মন হারিয়ে যায় অবিরাম হঠাৎ বৃষ্টির মতো, নতুন একটি মিষ্টি সকালের আশায়।

‎রচনাকালঃ
‎১৯শে জুলাই ২০২৫ইং
‎কোলম্ব, ফ্রান্স‌।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102