
কলমেঃ বাসুদেব বসু (শিক্ষক)।
কেঁদে ফিরেছে
নিদ নাহি চোখে,
এ কান্নার শেষ নাই
মনের দুঃখে কাঁদে।
রাত যত গভীর হয়
বেদনা জাগে অন্তরে,
প্রবাসে স্বামী আমার
অন্তর যায় জ্বলে।
দালান-কোঠার
দরকার নাই আমার,
কেমনে হেথায় থাকি?
শূন্য ঘর যে আমার।
তোমা বিহনে আমি
পথপানে চেয়ে থাকি,
কবে আসবে তুমি?
সেই কথাটি শুনি।
একা একা পারিনা বুঝাতে
নিজেকে হারিয়ে ফেলি,
কেমন নিঠুর তুমি?
কেমন করে থাকি আমি?
তুমি কবে আসবে?
তারিখ দাও মোরে,
দেরি কর যদি
পাবেনা আমায় ফিরে।