কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
আজকের মত বর্ষণমুখর ছিলো সেদিন
জীবনের সমূদয় রক্ষিত সম্পদ খোয়ালাম যেদিন!
তোমার ভরসা করে, আস্হা রেখে, ড্রাইভিং পাশে বসে
তোমার বাবার বাগান বাড়ীতে গেলাম ফেঁসে!
যাওয়ার পথে দু'পাশে হুতোম পেঁচা ঝাঁপটে ছিলো ডানা
হয়তো-বা, বার-বার সমূহ ভবিষ্যৎ বিপদ বুঝে করে ছিলো মানা!
খালি কলসি নিয়ে কোন এক বধূ ফির ছিলো ঘরে
কাকের কা কা সহ, সবইতো অলক্ষুণে বিধিনিষেধ, আজ মনে পড়ে!
এমন তো ছিলো না কথা, বিশ্ববিদ্যালয় করিডোরে, মীরপুর লেকে, চোখের ঈশারাতে
প্রতিশ্রুতি ছিলো, ঘোমটা খুলে বাসর হবে কোন এক জোছনা রাতে!
গোলাপ কুড়ি হবে তছনছ, ঝরবে অশ্রু জল
উচ্ছল ঝর্ণা প্রবাহ চপলিত পায়ে ছুটবে না কলকল!
ভালোবেসে বুকে নেয়া, প্রশ্রুতিতে অবহেলা
ধর্ষকের প্রেতাত্মা লুকানো আস্তিন, নিমিষে হলো মেলা!
খঞ্জরে ক্ষতবিক্ষত একজন অবলা অসহায় নারী
মৃত্যু হলো দীর্ঘ ভালো বাসার, নারীর সতিত্ব হরি!
হে মানুষ, মানবতা মনুষ্যত্ব প্রণয় রসায়ন হৃদয়ে কই
নারী আমি যেথা যাই বিশ্বাসে করে ভর, সেথা প্রতারিত হই!!