
খুঁজেছি যুগে যুগে
আমি খুঁজে ফিরি যুগে যুগে,
নিঃস্বার্থ এ প্রেমে,
জল ঝরে এ দুটি নয়ন,
কেমনে রাখিবো এ প্রান,
বনে বনে খুঁজি জলে স্থলে,
কোথাও না পাই তোমারে।
মুদ্রিত দুটি নয়ন, অন্তরে,
উদ্বেলিত প্রেম সাগরে।
ধরিতে না পারি, অনুভবে বুঝি।
আছো তুমি এই জগত সংসারে।
কর্ম করেও থাকো কর্মহীন।
কেন রছিলে তব সৃষ্টিরে,
প্রশ্ন বাণে জর্জরিত এ মন।
ব্যথিত হৃদয় খুঁজেছে যে তাই,
ভালো-মন্দ দুটি পাশাপাশি রেখে।
হৃদয় লইয়া খেলিছ সদা।
বুঝিতে না পারি অন্ধকারে মিলায়।
কেন্দ্রায়িত করিয়া রাখিবো সাদা।
প্রদক্ষিণ করিব তোমায়।
হবে আজি মহামিলন
রঙে রঙে মেতেছে ভুবন,
সুরে সুরে গাইছে গান,
হবে আজি মহামিলন,
চলবে ধরা এক মন্ত্রে,
সকলি ফুটবে আপন ভাষায়।
ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি,
গগন তলে চলবে ঝংকার,
বাতাসে বাতাসে সুগন্ধি ছড়াবে,
প্রেমের সুরে সুরে জাগবে ধরা,
আবির রং মাখবে অন্তর,
ভাসবে পৃথিবী মেলবন্ধনে,
ডানায় ডানায় রচিবে মুক্তির বাণী,
আয়রে আমার প্রানের বন্ধন,
হাতে হাত রেখে চলি একসাথে,
প্রাণে প্রাণে ভরাবো ভুবন।
থাকবো সুখে, হিংসা পরিহার,
সব বাধা বিঘ্ন করব দূর,
প্রেমের বন্ধনে মিলবো একসাথে।
একই সুরে গাইবো গান,
এই পৃথিবী আমার মাতৃভূমি,
ভালোবাসি এই পৃথিবীকে।
ছেলেবেলার দিন
করমি ফুল পড়েছে লোতিয়ে,
জলের মধ্যে খানে।
ওই যে আকাশ জলের তলে,
গাছেরা জলে ভাসে।
মাছরাঙ্গা বসে চুপটি করে,
জলের কঞ্চিতে।
মাছেরা সব জলে ভাসে,
ধরতে না পারে।
তালগাছটা পুকুর পাড়ে
আছে দাঁড়িয়ে।
পাকা তাল জলে ভাসে।
ভেলা ভাসে জলের উপর
খোকন চলে বেয়ে।
খুকুমণি সাঁতার কেটে
যাচ্ছে ওপারে।
মনের সুখে দিন যায় যে
ছেলে বেলার মাঝে।