শাহ্ ফুজায়েল আহমদ
বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতাভুক্ত ৮ বস্তা চাল পাচারের অভিযোগে জব্দ করেছে প্রশাসন। রোববার (২৬ অক্টোবর) সকালে স্থানীয় জনতা হাতে-নাতে চালসহ সংশ্লিষ্টদের আটক করলে খবর পেয়ে ঘটনাস্থলে যান জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিন ভূঁইয়া। পরে তিনি চালগুলো জব্দ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আনর হোসেনের লোকজন রসুলবাজারস্থ “জেরিন স্টোর” থেকে ৮ বস্তা চাল অন্যত্র পাচারের চেষ্টা করছিলেন। কামিনীপুর মোড়ে পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হলে তারা জিজ্ঞাসাবাদ শুরু করেন। সন্তোষজনক উত্তর না পাওয়ায় লোকজনকে আটক করে পুলিশে খবর দেন এলাকাবাসী।
পরে সকাল ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন উদ্দিন ভূঁইয়া ঘটনাস্থলে গিয়ে চাল জব্দ করেন। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য রসুলগঞ্জ বাজারে অবস্থিত “জেরিন এন্টারপ্রাইজে” গেলে ডিলার আনর মিয়া পালিয়ে যান।
জগন্নাথপুর উপজেলা খাদ্য কর্মকর্তা মো. শাহাব উদ্দিন বলেন,
খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। তদন্ত সাপেক্ষে ডিলারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং তার ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত হতে পারে।”
নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন উদ্দিন ভূঁইয়া বলেন,
স্থানীয়দের সহযোগিতায় পাচারের সময় খাদ্যবান্ধবের ৮ বস্তা চাল জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে মূল ডিলার পালিয়ে যায়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
উল্লেখ্য, সম্প্রতি কামিনীপুর গ্রামের বাসিন্দা আনর মিয়া রসুলগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হিসেবে নিয়োগ পান। এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও প্রতিবাদ দেখা দিয়েছে।