
আমির হোসাইন, স্টাফ রিপোর্টার
হাওরাঞ্চলের উন্নয়ন ও মানবকল্যাণে নিবেদিতপ্রাণ সমাজসেবক ও সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) বিএনপির মনোনয়নপ্রত্যাশী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল আবারও প্রমাণ করলেন তাঁর মানবিকতা ও বিনয়। গতকাল (২৫ অক্টোবর) সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে জন-সমাবেশে তাঁকে সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১০ লক্ষ টাকার সম্মাননা চেক প্রদান করা হয়।
রবিবার বিকেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও ধানের শীষের জনমত গঠনের লক্ষ্যে তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে একতা বাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব কামরুজ্জামান কামরুল।
কিন্তু সকলের বিস্ময় ও প্রশংসার মধ্যেই তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের একতা বাজারে পথসভায় কামরুজ্জামান কামরুল সেই চেকটি সম্মানের সঙ্গে অনুষ্ঠানের মধ্যে বিএনপি’র কর্মী নুর কাশেম (৪৫) এর হাতে ফেরত দেন। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আমি অর্থের জন্য কাজ করি না, মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।” এই ঘটনায় উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, “আজকের যুগে এমন মানুষ বিরল, যিনি অর্থের চেয়ে ভালোবাসাকে বড় করে দেখেন।”
হাওরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে কামরুজ্জামান কামরুলকে ‘হাওর বন্ধু’ নামে জানেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য ও ত্রাণ কার্যক্রমে নিয়মিতভাবে সহযোগিতা করে আসছেন। বিশেষ করে দুর্গম হাওর এলাকায় শিক্ষার আলো ছড়ানো এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তিনি অর্জন করেছেন অসংখ্য মানুষের ভালোবাসা। সমাজসেবায় তাঁর এই আত্মত্যাগ ও মানবিক মনোভাব সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
মানুষের ভালোবাসাকেই আসল প্রাপ্তি বলে মনে করা এই মানুষটি আবারও হৃদয় জয় করলেন হাওরবাসীর-“মানুষের ভালোবাসাই আমার শক্তি।”
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।